হোম > সারা দেশ > ঢাকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরওয়ার আরও একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে করা আরেকটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

এর আগে গত ২৭ এপ্রিল এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরমান আলী এ মামলায় পরওয়ারকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য ৭ মে দিন ধার্য করেন আদালত। পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

এর আগে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। সেই মামলায় কারাগারে রয়েছেন তিনি। 

পল্টন থানার মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের আগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি-জামায়াতের ৮-১০ হাজার নেতা-কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করে। তারা নয়াপল্টনে ভিআইপি সড়ক বন্ধ করে মিছিল ও মহড়া দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। 

পুলিশ তাদের বাধা দিলে ইট-পাটকেলসহ ককটেল নিক্ষেপ করে। এ অভিযোগে ওই সময় পল্টন থানায় উপপরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা করেন। 

গ্রেপ্তার দেখানোর আবেদন ও রিমান্ড আবেদনে বলা হয়, গোলাম পরওয়ার ঘটনার সঙ্গে জড়িত বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি