হোম > সারা দেশ > ঢাকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরওয়ার আরও একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে করা আরেকটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

এর আগে গত ২৭ এপ্রিল এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরমান আলী এ মামলায় পরওয়ারকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য ৭ মে দিন ধার্য করেন আদালত। পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

এর আগে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। সেই মামলায় কারাগারে রয়েছেন তিনি। 

পল্টন থানার মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের আগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি-জামায়াতের ৮-১০ হাজার নেতা-কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করে। তারা নয়াপল্টনে ভিআইপি সড়ক বন্ধ করে মিছিল ও মহড়া দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। 

পুলিশ তাদের বাধা দিলে ইট-পাটকেলসহ ককটেল নিক্ষেপ করে। এ অভিযোগে ওই সময় পল্টন থানায় উপপরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা করেন। 

গ্রেপ্তার দেখানোর আবেদন ও রিমান্ড আবেদনে বলা হয়, গোলাম পরওয়ার ঘটনার সঙ্গে জড়িত বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান