হোম > সারা দেশ > ঢাকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরওয়ার আরও একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে করা আরেকটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

এর আগে গত ২৭ এপ্রিল এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরমান আলী এ মামলায় পরওয়ারকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য ৭ মে দিন ধার্য করেন আদালত। পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

এর আগে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। সেই মামলায় কারাগারে রয়েছেন তিনি। 

পল্টন থানার মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের আগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি-জামায়াতের ৮-১০ হাজার নেতা-কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করে। তারা নয়াপল্টনে ভিআইপি সড়ক বন্ধ করে মিছিল ও মহড়া দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। 

পুলিশ তাদের বাধা দিলে ইট-পাটকেলসহ ককটেল নিক্ষেপ করে। এ অভিযোগে ওই সময় পল্টন থানায় উপপরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা করেন। 

গ্রেপ্তার দেখানোর আবেদন ও রিমান্ড আবেদনে বলা হয়, গোলাম পরওয়ার ঘটনার সঙ্গে জড়িত বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট