হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে বস্তিতে আগুন, ৩০টি ঘর পুড়ে ছাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০টি টিনশেড ঘর পুড়ে ছাই।  দক্ষিণখান মধুবাগের মামুনের বস্তিতে আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মামুনের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো  হতাহতের খবর পাওয়া যায়নি।’ 

অপরদিকে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন থেকে চারটি ইউনিট বের হয়। পরে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরেকটি ইউনিট রাস্তা থেকে স্টেশনের দিকে ফিরে আসে।’ 

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ওই বস্তির অন্তত ৩০টি কাঁচা টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।’ 

আগুন নিয়ন্ত্রণে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বস্তির রাস্তাটি সরু হওয়া ফায়ার সার্ভিসের সদস্যদের গাড়ি নিয়ে প্রবেশ করতে কষ্ট হয়েছিল।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু