হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে বস্তিতে আগুন, ৩০টি ঘর পুড়ে ছাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০টি টিনশেড ঘর পুড়ে ছাই।  দক্ষিণখান মধুবাগের মামুনের বস্তিতে আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মামুনের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো  হতাহতের খবর পাওয়া যায়নি।’ 

অপরদিকে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন থেকে চারটি ইউনিট বের হয়। পরে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরেকটি ইউনিট রাস্তা থেকে স্টেশনের দিকে ফিরে আসে।’ 

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ওই বস্তির অন্তত ৩০টি কাঁচা টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।’ 

আগুন নিয়ন্ত্রণে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বস্তির রাস্তাটি সরু হওয়া ফায়ার সার্ভিসের সদস্যদের গাড়ি নিয়ে প্রবেশ করতে কষ্ট হয়েছিল।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির