হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে বস্তিতে আগুন, ৩০টি ঘর পুড়ে ছাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০টি টিনশেড ঘর পুড়ে ছাই।  দক্ষিণখান মধুবাগের মামুনের বস্তিতে আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মামুনের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো  হতাহতের খবর পাওয়া যায়নি।’ 

অপরদিকে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন থেকে চারটি ইউনিট বের হয়। পরে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরেকটি ইউনিট রাস্তা থেকে স্টেশনের দিকে ফিরে আসে।’ 

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ওই বস্তির অন্তত ৩০টি কাঁচা টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।’ 

আগুন নিয়ন্ত্রণে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বস্তির রাস্তাটি সরু হওয়া ফায়ার সার্ভিসের সদস্যদের গাড়ি নিয়ে প্রবেশ করতে কষ্ট হয়েছিল।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন