হোম > সারা দেশ > ঢাকা

মেজ মেয়েকে পেতে আইনি লড়াইয়ে ফিরলেন জাপানি মা এরিকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বড় মেয়ে জেসমিন মালিকাকে জাপানে রেখে আবার বাংলাদেশে আইনি লড়াইয়ে ফিরেছেন জাপানি নাগরিক এরিকো নাকানো। আজ বুধবার দুপুরে তিনি বাংলাদেশে ফেরেন। আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি উপস্থিত হবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শিশির মনির।

এর আগে বড় মেয়েকে নিয়ে এরিকো নাকানোর বাংলাদেশ ছেড়ে জাপান চলে যাওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন শিশুর বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ। এই আবেদনটি আপিল বিভাগে আগামীকালের কার্যতালিকার ৩২ নম্বরে শুনানির জন্য এসেছে।

এরিকো নাকানো–ইমরান শরীফ দম্পতির বড় ও মেজ মেয়ের হেফাজত নিয়ে বিচারিক আদালতের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শিশুদের বাবার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত রায় দেন। রায়ে বলা হয়, ব্যতিক্রম পরিস্থিতি বিবেচনায় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মেজ মেয়েটি তাঁর বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে। আর বড় মেয়ে মায়ের হেফাজতে থাকবে।

তবে মেজ সন্তানকে বাবার কাছে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এরিকো। এই আবেদন চেম্বার আদালত হয়ে গত ১১ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন আদালত আবেদনটির শুনানি ২১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন। এই সময়ের মধ্যে তাঁকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়। এরিকো ইতিমধ্যে নিয়মিত লিভ টু আপিল করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

আদালতের নথি অনুযায়ী, এরিকো নাকানো ও ইমরান শরীফ ২০০৮ সালে বিয়ে করেন। তাঁদের তিন মেয়ে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। একই বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে (বড় ও মেজ) নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। দুই মেয়েকে ফিরে পেতে ২০২১ সালে ঢাকায় আসেন এরিকো। এরপর তিনি আইনি লড়াই শুরু করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির