হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের অবৈধ কার্যালয় সরাতে ৭ দিন সময় দিল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে কোতোয়ালি থানা-পুলিশের অবৈধ বিট কার্যালয় সরাতে সাত দিন সময় বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার বাবুবাজার ব্রিজের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর সময় এই সময়সীমা বেঁধে দেন ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ২০ টির মতো অবৈধ সেমি-পাকা স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া সেখানে অবৈধভাবে নির্মিত কোতোয়ালি থানা-পুলিশের বিট কার্যালয় আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার সময় চেয়ে অনুরোধ জানালে এই সময়সীমা দেওয়া হয়। অবৈধভাবে গড়ে ওঠা একটি সংগঠনের কার্যালয় উচ্ছেদের আগেই সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজ উদ্যোগে তা সরিয়ে নেন। উচ্ছেদের পর সংশ্লিষ্ট জায়গা ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, ব্রিজের নিচের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। কোতোয়ালি থানা-পুলিশের বিট কার্যালয়ে গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকায় থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) অনুরোধে তা সরিয়ে নেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তা সরাতে ব্যর্থ হলে আগামী সপ্তাহে সেটি উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব