হোম > সারা দেশ > ঢাকা

রাষ্ট্রপতিকে অবৈধ গণ্য করে অপসারণের দাবি বিএনপি নেতা রিপনের

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যদি অবৈধ পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন, তাহলে তিনিও অবৈধ হিসেবে গণ্য হবেন। তাঁকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে গণ্য করে অপসারণ করতে হবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিপন এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করতে হবে। নির্বাচন দিনের বেলায় হয়, রাতের বেলায় হয় না। ২০১৮ সালের নির্বাচন রাতের বেলায় হয়েছে। যে নির্বাচন অবৈধ, সে নির্বাচনের মধ্য দিয়ে দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন, স্পিকার ছিলেন, এমপি-মন্ত্রী ছিলেন, এমনকি অবৈধ পার্লামেন্ট যে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সে-ও ছিল অবৈধ। সুতরাং তাঁদের অবৈধ ঘোষণা করতে হবে। ২০২৪ সালের যে “আমি-ডামি” নির্বাচন হয়েছে, সে নির্বাচন বাতিল করতে হবে।’

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সুমন সরদার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শহর বিএনপির সদস্যসচিব মাহবুবুল আলম স্বপন, জেলা যুবদলের সদস্যসচিব মু. মাসুদ রানা প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট