হোম > সারা দেশ > ঢাকা

রাষ্ট্রপতিকে অবৈধ গণ্য করে অপসারণের দাবি বিএনপি নেতা রিপনের

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যদি অবৈধ পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন, তাহলে তিনিও অবৈধ হিসেবে গণ্য হবেন। তাঁকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে গণ্য করে অপসারণ করতে হবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিপন এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করতে হবে। নির্বাচন দিনের বেলায় হয়, রাতের বেলায় হয় না। ২০১৮ সালের নির্বাচন রাতের বেলায় হয়েছে। যে নির্বাচন অবৈধ, সে নির্বাচনের মধ্য দিয়ে দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন, স্পিকার ছিলেন, এমপি-মন্ত্রী ছিলেন, এমনকি অবৈধ পার্লামেন্ট যে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সে-ও ছিল অবৈধ। সুতরাং তাঁদের অবৈধ ঘোষণা করতে হবে। ২০২৪ সালের যে “আমি-ডামি” নির্বাচন হয়েছে, সে নির্বাচন বাতিল করতে হবে।’

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সুমন সরদার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শহর বিএনপির সদস্যসচিব মাহবুবুল আলম স্বপন, জেলা যুবদলের সদস্যসচিব মু. মাসুদ রানা প্রমুখ।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২