হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জনকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

ডিবি প্রধান দাবি করেন, আটকের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টারসে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট, বোমা তৈরির সরঞ্জামসহ নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে আরও ৯ জনকে আটক করা হয়। 

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশিদ বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট এবং গানপাউডার মজুত করা হয়েছিল। এসব গান পাউডার দিয়ে ২০০ টির বেশি ককটেল বানানো যেত। এ ছাড়া ২০টি ককটেল ও পেট্রলবোমা পাওয়া গেছে। 

আগামী ৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তাঁরা রাষ্ট্রবিরোধী, সংবিধান, দেশ বিরোধী কাজ করছেন বলে উল্লেখ করেন মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট