হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জনকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

ডিবি প্রধান দাবি করেন, আটকের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টারসে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট, বোমা তৈরির সরঞ্জামসহ নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে আরও ৯ জনকে আটক করা হয়। 

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশিদ বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট এবং গানপাউডার মজুত করা হয়েছিল। এসব গান পাউডার দিয়ে ২০০ টির বেশি ককটেল বানানো যেত। এ ছাড়া ২০টি ককটেল ও পেট্রলবোমা পাওয়া গেছে। 

আগামী ৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তাঁরা রাষ্ট্রবিরোধী, সংবিধান, দেশ বিরোধী কাজ করছেন বলে উল্লেখ করেন মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব