হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জনকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

ডিবি প্রধান দাবি করেন, আটকের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টারসে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট, বোমা তৈরির সরঞ্জামসহ নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে আরও ৯ জনকে আটক করা হয়। 

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশিদ বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট এবং গানপাউডার মজুত করা হয়েছিল। এসব গান পাউডার দিয়ে ২০০ টির বেশি ককটেল বানানো যেত। এ ছাড়া ২০টি ককটেল ও পেট্রলবোমা পাওয়া গেছে। 

আগামী ৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তাঁরা রাষ্ট্রবিরোধী, সংবিধান, দেশ বিরোধী কাজ করছেন বলে উল্লেখ করেন মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা