হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭৫ ড্রামভর্তি ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

গ্রেপ্তার চার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পাম তেল ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকার পাম তেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও নগদ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলম (৩২), নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো. হেলালুজ্জামান (৩২) ও জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (৩৫)।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীনগর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, জেলা পুলিশের একাধিক ইউনিট তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে পাম তেলভর্তি ২৫টি ড্রাম, ২২টি খালি ড্রাম, নগদ ৩৯ হাজার টাকা, একটি কালো রঙের ডাবল কেবিন পিকআপ এবং একটি নীল রঙের পিকআপ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার মাল্টি ইন্টারন্যাশনাল অয়েল মিল থেকে ৭৫ ড্রামভর্তি ১৩ হাজার ৯৫০ কেজি পাম তেল নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়।

রাত ৯টার দিকে ট্রাকটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রীছাউনির কাছে পৌঁছালে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ছয়জনের ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি থামায়। তারা চালক মো. রাসেল (২২) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৩) হাতকড়া পরিয়ে পিকআপে তুলে নেয় এবং জোর করে নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। পরে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ