হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় মারা যাওয়া গরুর মালিকেরা পেলেন সহায়তা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ্ন খাল পাড়ি দিতে গিয়ে তীব্র স্রোত আর কচুরিপানার চাপে ডুবে মারা যাওয়া ২৯টি গরুর মালিককে নগদ অর্থসহায়তা দিয়েছে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিও নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রিগ্যান মোল্লা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদ মল্লিক প্রমুখ।

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। ছবি: আজকের পত্রিকা

জানা যায়, জেলা পরিষদের পক্ষ থেকে মারা যাওয়া গরুপ্রতি ৩০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল অনুদান হিসেবে প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছি। আমরা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করছি আরও কিছু অনুদান যাতে ক্ষতিগ্রস্তদের দেওয়া যায়।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে