হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় মারা যাওয়া গরুর মালিকেরা পেলেন সহায়তা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ্ন খাল পাড়ি দিতে গিয়ে তীব্র স্রোত আর কচুরিপানার চাপে ডুবে মারা যাওয়া ২৯টি গরুর মালিককে নগদ অর্থসহায়তা দিয়েছে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিও নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রিগ্যান মোল্লা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদ মল্লিক প্রমুখ।

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। ছবি: আজকের পত্রিকা

জানা যায়, জেলা পরিষদের পক্ষ থেকে মারা যাওয়া গরুপ্রতি ৩০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল অনুদান হিসেবে প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছি। আমরা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করছি আরও কিছু অনুদান যাতে ক্ষতিগ্রস্তদের দেওয়া যায়।’

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির