মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ্ন খাল পাড়ি দিতে গিয়ে তীব্র স্রোত আর কচুরিপানার চাপে ডুবে মারা যাওয়া ২৯টি গরুর মালিককে নগদ অর্থসহায়তা দিয়েছে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিও নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রিগ্যান মোল্লা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদ মল্লিক প্রমুখ।
জানা যায়, জেলা পরিষদের পক্ষ থেকে মারা যাওয়া গরুপ্রতি ৩০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল অনুদান হিসেবে প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছি। আমরা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করছি আরও কিছু অনুদান যাতে ক্ষতিগ্রস্তদের দেওয়া যায়।’