রাজধানীর তেজগাঁও তেজতুরী বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় জানা গেছে। তাঁর নাম কেশব রায় পাপন (২৪) ; সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র। করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় পড়াশোনার পাশাপাশি সে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কাজ করত।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার তাঁর পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই আরও জানান, গতকাল রাতে কাজ শেষ করে এলিফ্যান্ট রোড থেকে বাইসাইকেলযোগে মণিপুরিপাড়ার বাসায় ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তেজতুরী বাজার মেরিন হোটেলের সামনে আসলে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন পথচারী তাঁকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যাচ্ছিল না।
এসআই জানায়, আজ সকালে পরিবার ও অফিসের লোকজন থানায় এসে মরদেহ শনাক্ত করে। তবে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন সহ নানা বিষয়ে তদন্ত, সেখানে থাকা সিসিটিভি ও পর্যালোচনা করে দেখা হচ্ছে। এই ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাপনের মামা কমল চন্দ্র রায় বলেন, পাপনের বাবার নাম মংলু রায়। গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার উত্তর হাজিপুর গ্রামে। তারা দুই ভাই। ছোট ভাই ও বাবা গ্রামে কৃষি কাজ করেন। মা আরতি রানী রায় গ্রামে থাকেন।
পাপনের মামা আরও জানান, তিনি তেজগাঁও মণিপুরিপাড়া চার নম্বর গলির একটি মেসে থাকত। করোনা আসার পর ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পর থেকে এলিফ্যান্ট রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কাজ করত।