হোম > সারা দেশ > ঢাকা

ভ্যানচালককে মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ভ্যান চালককে মারধরের ঘটনায় ঢাকা জেলা পুলিশ ও শিল্প পুলিশ-১ এর দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মিল ব্যারাক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার বিকেল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি।

এর আগে সকালে সাভারের ইপিজেড জোন ট্রাফিক পুলিশ বক্স থেকে ঢাকা জেলা পুলিশের এসআই হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে ঢাকা মিল ব্যারাক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই ঘটনায় গতকাল মঙ্গলবার শিল্প পুলিশ-১ এর নায়েক ও রেকার অপারেটর আশরাফ আলীকে প্রত্যাহার করে শিল্প পুলিশ-১ এ সংযুক্ত করা হয়েছে। 

ভ্যানচালককে মারধরের ঘটনার জেরে ট্রাফিক বক্সে হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ট্রাফিক পরিদর্শক (টিআই) শাহজাহান বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। আজকে যোগদান করেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

এ ঘটনায় ইপিজেড এলাকায় দায়িত্বে থাকা পুলিশ রেকার অপারেটর শিল্প পুলিশের নায়েক আশরাফ আলী বলেন, ‘মারধরের ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার আমাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত সোমবার ট্রাফিক পুলিশের মারধরে ভ্যানচালক আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা ও ভ্যানচালকেরা। এ সময় ইপিজেড ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ট্রাফিক পুলিশ সদস্য এসআই হেলাল উদ্দিনকে মারধর করে ভ্যান শ্রমিকেরা। এ ঘটনায় নবীনগর চন্দ্রা মহাসড়ক ইপিজেড এলাকা প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন অটোরিকশা ও ভ্যানচালকেরা। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট