হোম > সারা দেশ > ঢাকা

ভ্যানচালককে মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ভ্যান চালককে মারধরের ঘটনায় ঢাকা জেলা পুলিশ ও শিল্প পুলিশ-১ এর দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মিল ব্যারাক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার বিকেল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি।

এর আগে সকালে সাভারের ইপিজেড জোন ট্রাফিক পুলিশ বক্স থেকে ঢাকা জেলা পুলিশের এসআই হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে ঢাকা মিল ব্যারাক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই ঘটনায় গতকাল মঙ্গলবার শিল্প পুলিশ-১ এর নায়েক ও রেকার অপারেটর আশরাফ আলীকে প্রত্যাহার করে শিল্প পুলিশ-১ এ সংযুক্ত করা হয়েছে। 

ভ্যানচালককে মারধরের ঘটনার জেরে ট্রাফিক বক্সে হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ট্রাফিক পরিদর্শক (টিআই) শাহজাহান বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। আজকে যোগদান করেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

এ ঘটনায় ইপিজেড এলাকায় দায়িত্বে থাকা পুলিশ রেকার অপারেটর শিল্প পুলিশের নায়েক আশরাফ আলী বলেন, ‘মারধরের ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার আমাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত সোমবার ট্রাফিক পুলিশের মারধরে ভ্যানচালক আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা ও ভ্যানচালকেরা। এ সময় ইপিজেড ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ট্রাফিক পুলিশ সদস্য এসআই হেলাল উদ্দিনকে মারধর করে ভ্যান শ্রমিকেরা। এ ঘটনায় নবীনগর চন্দ্রা মহাসড়ক ইপিজেড এলাকা প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন অটোরিকশা ও ভ্যানচালকেরা। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন