হোম > সারা দেশ > নরসিংদী

৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেওয়ার দাবিসহ কলেজের কার্যক্রম টাঙ্গাইলে স্থানান্তরের প্রতিবাদে করা অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘ চার ঘণ্টা অবরোধের পর বিকেল পৌনে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেওয়ার কথা বলে অবরোধ তুলে নেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ইনস্টিটিউটের কয়েক শ শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান ও স্লোগান দেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাঁরা। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর শিক্ষার্থীদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে নির্দেশনা দেওয়া হয়। এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কলেজকে চালু রাখাসহ বস্ত্র অধিদপ্তরে নিয়ে পরিচালনার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আন্দোলন চলমান থাকবে বলে জানান তাঁরা।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে বারবার কথা বলা ও চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। শিক্ষার্থীরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা একই দাবিতে দফায় দফায় মানববন্ধনসহ মহাসড়ক অবরোধ এবং তাঁত বোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করেছিলেন তাঁত বোর্ড থেকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার দাবিতে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২