হোম > সারা দেশ > ঢাকা

সাফল্যর গল্পে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘সম্ভাবনার শক্তি’ প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ শুক্রবার উৎসবমুখর আমেজে কেটেছে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। এই দিনের সব আয়োজনের কেন্দ্রে ছিল সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার গল্পের উপস্থাপনা, মানবশক্তির প্রতি সম্মাননা জানানো এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান। 

হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে ‘আবেদ ভাই: জীবনদর্শন ও আশার জয়’ তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এই তথ্যচিত্রে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনদর্শন এবং ব্র্যাকের প্রতিষ্ঠাকাল থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ার গল্প উঠে এসেছে। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সাফল্যের দেখা পাওয়া ৫০ জন মানুষের ছবি দেখতে দেখতে শেষ হয় এই অভিজ্ঞতা। ‘ইমারসিভ এক্সপেরিয়েন্স’ ব্যবহার করে তথ্যচিত্র দেখার সুযোগ বাংলাদেশে এবারই প্রথম আয়োজন করা হয়েছে। 

বিভিন্ন কর্মশালা, প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনটি। এই দিনের অন্যতম আকর্ষণ ছিল হস্ত ও কুটিরশিল্প কারিগরদের সফলতার গল্প নিয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের পরিবেশনা। ব্র্যাকের ক্ষুদ্রঋণ নিয়ে আজ যাঁরা সফল উদ্যোক্তা, তাঁদের দিনবদলের গল্প উঠে আসে এ সময়। 

দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণমূলক নানা কর্মশালা; যেখানে শিশু, তরুণসহ সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলার জগৎ, আরবান গার্ডেনিং, রোবোবাইটস আর রিকশা পেইন্টিংয়ের কর্মশালাগুলোতে অংশ নেওয়ার জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন করেছিলেন আগ্রহীরা। 

পুরো দিন জুড়ে উৎসব প্রাঙ্গণ ছিল শিশু, কিশোর, তরুণ, যুবাসহ নানা বয়সের মানুষের পদচারণায় মুখর। ব্র্যাকের বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানের নানা আয়োজনে দর্শনার্থীরা অংশ নিয়েছেন।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন