রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। তাঁর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী (৩৬)।
আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা সংলগ্ন তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
সুমন চন্দ্র বলেন, গুরুতর আহত অবস্থায় মাইদুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মাইদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মোহাম্মদ ইয়াসির আরাফাত আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। থার্ড টার্মিনালের সঙ্গে কিছুই হয়নি। একজন নিউজ করে ভিউজ বাড়ানোর চেষ্টা করেছেন। রোডের পাশের ওয়াল কোনো কিছুই ভাঙেনি।’