হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। তাঁর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী (৩৬)। 

আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা সংলগ্ন তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 

বিমানবন্দর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র দাস বলেন, ‘সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তাঁর মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।’ 

সুমন চন্দ্র বলেন, গুরুতর আহত অবস্থায় মাইদুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মাইদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল আরোহীকে রাইদা পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেলে থাকা আরোহী প্রকৌশলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।’ 

মোহাম্মদ ইয়াসির আরাফাত আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। থার্ড টার্মিনালের সঙ্গে কিছুই হয়নি। একজন নিউজ করে ভিউজ বাড়ানোর চেষ্টা করেছেন। রোডের পাশের ওয়াল কোনো কিছুই ভাঙেনি।’

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২

ফুটপাত দখল, পথচারী রাস্তায়

হাদির ওপর হামলা: তীব্র নিন্দা ও বিচার দাবি রাজনৈতিক দলগুলোর