হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। তাঁর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী (৩৬)। 

আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা সংলগ্ন তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 

বিমানবন্দর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র দাস বলেন, ‘সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তাঁর মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।’ 

সুমন চন্দ্র বলেন, গুরুতর আহত অবস্থায় মাইদুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মাইদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল আরোহীকে রাইদা পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেলে থাকা আরোহী প্রকৌশলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।’ 

মোহাম্মদ ইয়াসির আরাফাত আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। থার্ড টার্মিনালের সঙ্গে কিছুই হয়নি। একজন নিউজ করে ভিউজ বাড়ানোর চেষ্টা করেছেন। রোডের পাশের ওয়াল কোনো কিছুই ভাঙেনি।’

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’