হোম > সারা দেশ > ঢাকা

বেতন-বোনাসের দাবিতে উত্তরখানে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তরখানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। আজ মঙ্গলবার সকালে উত্তরখানের চানপাড়া এলাকার এইচআরবি অ্যাপারেলস লিমিটেড নামের গার্মেন্টসের কয়েক শ শ্রমিক সকাল থেকে এ আন্দোলন শুরু করেন। 

আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘মাস শেষ হলেই বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে মালিক-কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে এমন টালবাহানা করে আসছে তারা। তারা বলেন সারা বছর কাজ করেছি, রমজানের ঈদ চলে এসেছে। সবাই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে গেছে। অথচ আমরা বাড়ি যাওয়া তো দূরের কথা, বেতন-বোনাসও পাই নাই।’ 

শ্রমিকদের দাবি, আমরা ৪৫০ জন শ্রমিক। গত মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পাই আমরা। দুই দিন পর ঈদ, কিন্তু মালিক টাকা দেয় না। যার কারণে সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত আমরা আবদুল্লাহপুর-মৈনারটেক সড়ক অবরোধ করে আন্দোলন করেছি। পরে পুলিশ এসে আমাদের শান্ত করে গার্মেন্টসের ভেতরে ঢুকিয়েছে। 

শ্রমিকদের দাবি, আমরা বেতন না পেয়ে এখান থেকে যাব না। বেতন পাওয়ার জন্য আমাদের যা যা করতে হয় করব। 

এদিকে, শ্রমিকদের আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে এইচআরবি গার্মেন্টসের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা রাস্তাও অবরোধ করে রেখেছিল।’ 

ওসি মামুন বলেন, ‘গার্মেন্টসটির মালিক ছিল না। এখন মালিক-কর্তৃপক্ষ এসেছে। কীভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করা যায়—সেই চেষ্টা করছি।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস