হোম > সারা দেশ > ঢাকা

বেতন-বোনাসের দাবিতে উত্তরখানে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তরখানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। আজ মঙ্গলবার সকালে উত্তরখানের চানপাড়া এলাকার এইচআরবি অ্যাপারেলস লিমিটেড নামের গার্মেন্টসের কয়েক শ শ্রমিক সকাল থেকে এ আন্দোলন শুরু করেন। 

আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘মাস শেষ হলেই বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে মালিক-কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে এমন টালবাহানা করে আসছে তারা। তারা বলেন সারা বছর কাজ করেছি, রমজানের ঈদ চলে এসেছে। সবাই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে গেছে। অথচ আমরা বাড়ি যাওয়া তো দূরের কথা, বেতন-বোনাসও পাই নাই।’ 

শ্রমিকদের দাবি, আমরা ৪৫০ জন শ্রমিক। গত মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পাই আমরা। দুই দিন পর ঈদ, কিন্তু মালিক টাকা দেয় না। যার কারণে সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত আমরা আবদুল্লাহপুর-মৈনারটেক সড়ক অবরোধ করে আন্দোলন করেছি। পরে পুলিশ এসে আমাদের শান্ত করে গার্মেন্টসের ভেতরে ঢুকিয়েছে। 

শ্রমিকদের দাবি, আমরা বেতন না পেয়ে এখান থেকে যাব না। বেতন পাওয়ার জন্য আমাদের যা যা করতে হয় করব। 

এদিকে, শ্রমিকদের আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে এইচআরবি গার্মেন্টসের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা রাস্তাও অবরোধ করে রেখেছিল।’ 

ওসি মামুন বলেন, ‘গার্মেন্টসটির মালিক ছিল না। এখন মালিক-কর্তৃপক্ষ এসেছে। কীভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করা যায়—সেই চেষ্টা করছি।’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি