হোম > সারা দেশ > ঢাকা

সাদা কাগজকে টিকিট বানিয়ে বিক্রি, ২ যুবক গ্রেপ্তার 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাদা কাগজে স্বাক্ষর ও তারিখ লিখে বাসের টিকিট বলে বিক্রি করত একটি চক্র। দূরপাল্লার বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে এভাবে ফাঁদে ফেলত চক্রটি। পরে কৌশলে পালিয়ে যেত তারা। ওই চক্রের দুই সদস্যকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ায় উত্তরবঙ্গমুখী বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর এলাকার লিটন খান ওরফে লুটু মুন্সী (৩৭) ও পিরোজপুর সদর থানার মো. সেন্টু (২৯)। তাঁরা আশুলিয়া ও এর আশপাশের এলাকায় থাকতেন। 

ভুক্তভোগী রাজু মিয়া প্রামাণিক পেশায় একজন পোশাকশ্রমিক। থাকেন আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকায়। গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার সময় প্রতারণার স্বীকার হন তিনি। 

মামলার বিবরণে জানা গেছে, বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় লিটন খান ও সেন্টু ভুক্তভোগীকে কৌশলে জিজ্ঞেস করেন তিনি কোথায় যাবেন। জামালপুর বলার পরে তাঁরা জানান, তাঁদের কাছে টিকিট আছে। তিনি চাইলে ২০০ টাকায় নিতে পারবেন। পরে রাজি হলে তাঁরা সাদা কাগজে স্বাক্ষর করে সেটিকেই টিকিট বলে ভুক্তভোগীর হাতে ধরিয়ে দেন। পরে প্রতারণা বুঝতে পেরে টাকা ফেরত চান ভুক্তভোগী। টাকা ফেরত না দিলে র‍্যাবের টহল টিমকে জানান তিনি। পরে র‍্যাব আটক করে তাঁদের। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ধরনের অপকর্ম করে আসছিলেন। তাঁদের কাছে সাদা কাগজের টিকিটসদৃশ কয়েকটি বান্ডেল পাওয়া গেছে। 

র‍্যাব ৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট