হোম > সারা দেশ > ঢাকা

পুকুরে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে আবুল হোসেন (৬০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়া দীপক দেবনাথের বাড়িসংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আবুল হোসেনের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আবুল হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আবুল। গত রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হরপাড়া এলাকার এক ব্যক্তির ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেননি আবুল হোসেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও আবুল হোসেনের সন্ধান পাচ্ছিলেন না তাঁর স্বজনেরা। আজ দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দেখে মনে হচ্ছে, তিন-চার দিন আগে তাঁর মৃত্যু হয়। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে