হোম > সারা দেশ > ঢাকা

‘১৬ বছর পর ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ছবিতে মাঝে সিপাহি আল আমিন। পাশে বাবা সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেক ও ছোট ভাই রানা। ছবি: আজকের পত্রিকা

বহু প্রতীক্ষার পর বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান। বিডিআর জওয়ানের কারামুক্তির প্রত্যাশায় ঢাকার কেরানীগঞ্জ কারাগারের সামনে সকাল থেকেই ভিড় করেন স্বজনেরা।

ভিড় করা স্বজনদের একজন সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেক। বড় ছেলে সিপাহি আল আমিনকে নিতে এসেছেন কারাগারের সামনে। সঙ্গে রয়েছেন ছোট ছেলে মো. রানা।

এ সময় সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে আল আমিন বড়। সে বিডিআরে সিপাহি হিসেবে কর্মরত ছিল। মিথ্যে মামলায় সে ১৬ বছর কারাগারে ছিল। এই ১৬টি বছর আমাদের পরিবারে কোনো আনন্দ ছিল না। ১৬ বছরে ৩২টি ঈদে আমাদের পরিবারে বাড়তি কোনো উদ্‌যাপন ছিল না। ঈদ মানেই আমাদের কাছে ছিল খাবার নিয়ে সপরিবারে এসে আল আমিনের সঙ্গে দেখা করা, আর সারাটা দিন কারাগারে কাটিয়ে দেওয়া। এভাবেই কেটেছে আমাদের ৩২টি ঈদ। ১৬ বছর পর নিজের ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে।’

সিপাহি আল আমিনের ছোট ভাই মো. রানা বলেন, ‘১৬টি বছর আমাদের পরিবারে আনন্দের কোনো ছিটেফোঁটাও ছিল না। ভাইয়ের কারামুক্তির পর আমরা সবাই খুশি। এখন প্রত্যাশা করছি, এ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং আমার ভাইয়ের চাকরি যেন বহাল থাকে।’

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ