হোম > সারা দেশ > ঢাকা

‘১৬ বছর পর ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ছবিতে মাঝে সিপাহি আল আমিন। পাশে বাবা সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেক ও ছোট ভাই রানা। ছবি: আজকের পত্রিকা

বহু প্রতীক্ষার পর বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান। বিডিআর জওয়ানের কারামুক্তির প্রত্যাশায় ঢাকার কেরানীগঞ্জ কারাগারের সামনে সকাল থেকেই ভিড় করেন স্বজনেরা।

ভিড় করা স্বজনদের একজন সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেক। বড় ছেলে সিপাহি আল আমিনকে নিতে এসেছেন কারাগারের সামনে। সঙ্গে রয়েছেন ছোট ছেলে মো. রানা।

এ সময় সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে আল আমিন বড়। সে বিডিআরে সিপাহি হিসেবে কর্মরত ছিল। মিথ্যে মামলায় সে ১৬ বছর কারাগারে ছিল। এই ১৬টি বছর আমাদের পরিবারে কোনো আনন্দ ছিল না। ১৬ বছরে ৩২টি ঈদে আমাদের পরিবারে বাড়তি কোনো উদ্‌যাপন ছিল না। ঈদ মানেই আমাদের কাছে ছিল খাবার নিয়ে সপরিবারে এসে আল আমিনের সঙ্গে দেখা করা, আর সারাটা দিন কারাগারে কাটিয়ে দেওয়া। এভাবেই কেটেছে আমাদের ৩২টি ঈদ। ১৬ বছর পর নিজের ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে।’

সিপাহি আল আমিনের ছোট ভাই মো. রানা বলেন, ‘১৬টি বছর আমাদের পরিবারে আনন্দের কোনো ছিটেফোঁটাও ছিল না। ভাইয়ের কারামুক্তির পর আমরা সবাই খুশি। এখন প্রত্যাশা করছি, এ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং আমার ভাইয়ের চাকরি যেন বহাল থাকে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’