বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকে ১১ দফায় অবরোধের শেষ দিনে রাজধানীর শাহবাগে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছিল বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো। আজ এ অবরোধ শেষ হচ্ছে।