নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বনানী থানার মাদক মামলায় বিচারিক আদালতের অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি। রোববার তাঁর আইনজীবী জেড আই খান পান্না বিষয়টি নিশ্চিত করেন।
গত ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ১ ফেব্রুয়ারি এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
মামলার অপর দুই আসামি হলেন, পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।