হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে প্রাইভেটকার ফুটপাতে, নারীর মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে শনিবার সকালে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে যায়। এরপর ওই গাড়ি থেকে ঝিলিক আলম (২৩) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

হাতিরঝিলের আমবাগান সড়কে ঘটা এ ঘটনায় চালকের আসনে বসা ঝিলিকের স্বামী সাদিক আলম অক্ষত রয়েছেন।

হাতিরঝিল থানার এসআই গোলাম কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে হাতিরঝিলে আমবাগান সড়কে সাদিক আলমের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পুলিশ গাড়ির ভেতর থেকে ঝিলিক আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিলিককে উদ্ধারের সময় সাদিক আলম গাড়ির পাশেই দাঁড়ানো ছিলেন। তার বাম হাতের কিছু অংশ ঝলসে গেছে বলেও জানান গোলাম কুদ্দুস।

সাদিক আলম জানান, তাদের বাসা গুলশানে। তার স্ত্রী কয়েকদিন যাবত অসুস্থবোধ করছিলেন। শনিবার সকালে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী গাড়ির পেছনে বসা ছিলেন। কিন্তু হাতিরঝিলের রাস্তায় গাড়ির সামনের বাম চাকা পাংচার হয়ে যায়। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গাড়ি ফুটপাতে উঠে যায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নারীর শরীরের বিভিন্ন জায়গায় পুরাতন কালচে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনার মতো কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ফলে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়নি বলে ধারণা করছেন চিকিৎসকরা।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম হোসেন বলেন, গুলশান থানার মাধ্যমে দুই পরিবারকে হাতিরঝিল থানায় ডাকা হয়েছে। দুই পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য কার্যক্রম করা হবে। মৃত্যুর কারণ সম্পর্কেও তদন্ত করবে পুলিশ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস