ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও গেস্টরুম নির্যাতন বিরোধী আইনসহ পাঁচ দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র সমাবেশে ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো—ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা। আবাসিক হলগুলোতে ছাত্রসংগঠনের দখলদারিত্ব বন্ধ করে প্রশাসনিক প্রক্রিয়ায় সিট বণ্টন নিশ্চিত করা। গেস্টরুম ও ছাত্র নির্যাতন বিরোধী আইন পাশ করা। লাইব্রেরিতে আসনসংখ্যা এবং বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বৃদ্ধি করাসহ সকল ধরনের চাকরিতে আবেদন ফি বাতিল করার দাবি জানানো হয়।
সমাবেশে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।