হোম > সারা দেশ > ঢাকা

তরুণদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত নিয়ে ডিনেটের সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সেমিনারের আয়োজন করেছে বেসরকারি সংস্থা ডিনেট। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল সেমিনার অন প্রমোটিং রেসপনসিবল ডিজিটাল প্র্যাকটিসেস শিরোনামে এই সেমিনারের আয়োজন করা হয়।

তরুণদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেয় ডিনেট ফস্টার রেসপনসিবল ডিজিটাল সিটিজেন টু প্রমোট ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ (এফআরডিসি) প্রকল্প। সেমিনারে প্রকল্পের অধীনে তৈরি করা বিভিন্ন গবেষণা তথ্য, জ্ঞান ও শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। এতে মত প্রকাশের স্বাধীনতা চর্চার পাশাপাশি অনলাইন জগতে তরুণেরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হন, সে বিষয়েও আলোচনা হয়।

ডিনেটের নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন সেমিনারে বলেন, ‘বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারের সঙ্গে থাকে সমান দায়িত্ব। তাই অন্যায্য, বিদ্বেষপূর্ণ ও ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আমরা চাই, আমাদের তরুণেরা তাদের বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করে বিবেকবান নাগরিক হোক।’

এফআরডিসির প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ সমাপনী মন্তব্যে বলেন, ‘আশা করি, ডিজিটাল জগতে দায়িত্বশীল ও আইনানুগভাবে বিচরণ করার গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করে আমরা সমাজে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছি।’

সেমিনারে অংশ নেন, ডিনেটের নিয়াজ ইসলাম আরিফ, ইলমা হক, আশিক মাহমুদ এবং এফএনএফ বাংলাদেশের উলফগ্যাং হেইঞ্জ, নাজমুল হোসেন, সালওয়া জাহান, ফ্যাবিয়ান ইসমাত।

এই সেমিনারের লক্ষ্য হলো, তরুণদের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যুবক ও কিশোর-কিশোরীদের সমর্থনে সুরক্ষা ব্যবস্থা, নীতি ও আইন শক্তিশালী করার ব্যাপারে কথা বলা। সেমিনারে আলোচিত বিষয়গুলোতে ডিনেট সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

ডিনেট ফস্টার রেসপনসিবল ডিজিটাল সিটিজেন টু প্রমোট ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ (এফআরডিসি) নামের প্রকল্প বাস্তবায়ন করছে। এর অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম। প্রকল্পের আওতায় ডিনেট দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে ঢাকা ও রাজশাহীতে পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট