হোম > সারা দেশ > ঢাকা

সিরাজগঞ্জ আ.লীগ নেতাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী, তাঁর স্ত্রী, মেয়ে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে সূত্রে জানা গেছে। দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, হোসেন আলী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তাঁর মেয়ে হাসনাহেনা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক। তাঁরা পদ-পদবি ব্যবহার করে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ঘুষ-বাণিজ্যের মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। হোসেন আলীর স্ত্রী গোলেনুর এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুস সালাম সহযোগিতা করেছেন। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে যে অভিযোগ, তা দুদকে অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযুক্তরা যেকোনো সময়ে দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে দুদকের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন এবং আদেশের কপি কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানোর নির্দেশ দেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন