ঘাটাইলে সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা উল্টে খাদে পড়ে চারজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক পোড়াবাড়িতে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও অটোরিকশা দুটোই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চারযাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন-অটোরিকশা চালক ঘাটাইল উপজেলার দিগড় গ্রামের রিপন (৩০), ব্রাহ্মণশাসন গ্রামের শামীম (৩০), পোড়াবাড়ি গ্রামের হাসমত আলী (২৫) এবং কালিহাতী উপজেলার লুহরিয়া গ্রামের ছামাদ (৪৫)। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।