হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে এখনো যানবাহনের দীর্ঘ সারি

প্রতিনিধি, রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে এখনো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি রয়েছে। তবে দুপুরের মধ্যেই দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা সব যানবাহন নদী পারাপার হয়ে যাবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা। 

আজ শুক্রবার ভোর ৬টা থেকে নতুন করে লকডাউন শুরু হলেও এখন পর্যন্ত দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহনের সারি দেখা যায়।

কুষ্টিয়া থেকে ঢাকামুখী ছাদ্দাম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি, এখন সকাল ৯টা বাজে। ফেরিতে উঠতে আরও এক ঘণ্টা সময় লাগবে। 

বৃষ্টি নামে আরেক যাত্রী বলেন, ‘রাত থেকে ঘাট পার হওয়ার অপেক্ষায় রয়েছি। প্রচণ্ড গরম ও অতিরিক্ত যাত্রীর চাপে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে আমার ছোট বাচ্চাটা সারা রাত কান্নাকাটি করেছে। লকডাউনের কারণে ঈদের ছুটি শেষ না করেই ঢাকা ফিরতে হচ্ছে।’

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৪টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলে সময় লাগছে বেশি। এ জন্য ঘাটে যানবাহনের সারি তৈরি হয়েছে। তবে দুপুরের মধ্যে ঘাট পারের অপেক্ষায় কোনো গাড়ি আর থাকবে না। অপরদিকে, আজ লকডাউন শুরু হওয়ার পর নতুন করে কোনো যানবাহন ঘাটে আসছে না বলেও জানান তিনি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন