হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে এখনো যানবাহনের দীর্ঘ সারি

প্রতিনিধি, রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে এখনো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি রয়েছে। তবে দুপুরের মধ্যেই দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা সব যানবাহন নদী পারাপার হয়ে যাবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা। 

আজ শুক্রবার ভোর ৬টা থেকে নতুন করে লকডাউন শুরু হলেও এখন পর্যন্ত দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহনের সারি দেখা যায়।

কুষ্টিয়া থেকে ঢাকামুখী ছাদ্দাম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি, এখন সকাল ৯টা বাজে। ফেরিতে উঠতে আরও এক ঘণ্টা সময় লাগবে। 

বৃষ্টি নামে আরেক যাত্রী বলেন, ‘রাত থেকে ঘাট পার হওয়ার অপেক্ষায় রয়েছি। প্রচণ্ড গরম ও অতিরিক্ত যাত্রীর চাপে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে আমার ছোট বাচ্চাটা সারা রাত কান্নাকাটি করেছে। লকডাউনের কারণে ঈদের ছুটি শেষ না করেই ঢাকা ফিরতে হচ্ছে।’

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৪টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলে সময় লাগছে বেশি। এ জন্য ঘাটে যানবাহনের সারি তৈরি হয়েছে। তবে দুপুরের মধ্যে ঘাট পারের অপেক্ষায় কোনো গাড়ি আর থাকবে না। অপরদিকে, আজ লকডাউন শুরু হওয়ার পর নতুন করে কোনো যানবাহন ঘাটে আসছে না বলেও জানান তিনি।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন