রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় জিকরুল্লাহ জিতু (৩০) নামের এক যুবক মারা গেছেন। আজ শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে আইসিইউতে মারা যান জিতু। তাঁর শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া ৫০ শতাংশ দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি আছেন ইয়াছিন।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে নাহিদ নামের এক যুবক তাঁদের দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যান। তাঁদের কাছ থেকে জানা যায়, পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্মেসি-সংলগ্ন ছয়তলা একটি বাড়ির তৃতীয়তলায় দুজন মিলে মেস করে থাকতেন। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের রুমে বিস্ফোরণ ঘটে। এতে দুজন দগ্ধ হন।