হোম > সারা দেশ > ঢাকা

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা তামান্না গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

তামান্না জেরিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নেপালে পালানোর সময় তাঁকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  

চক্রের এই মূল হোতা তামান্না জেরিনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো। সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে।  

দালালের মাধ্যমে জমি ও স্বর্ণালংকার বেচে এবং উচ্চ সুদে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি জমান নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ও তাঁর দুলাভাই রহমত আলী। সেখানে চাকরির নামে তাদের পাঠানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। গত ২৬ জানুয়ারি যুদ্ধে হুমায়ুন কবির প্রাণ হারান। অন্য দিকে রহমত আলী দেশে ফিরতে চান।  

পরিবারের সদস্যরা জানান, গত ৩০ ডিসেম্বর ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা রাশিয়া যান। সেখানে পৌঁছানোর পরে যুদ্ধে অংশ নিতে তাদের বাধ্য করা হয়। ২৩ জানুয়ারি ড্রোন হামলায় মৃত্যু হয় হুমায়ুনের। তাঁরা মৃত্যুর খবর পান ২৬ জানুয়ারি।

এই ঘটনা জানাজানির পর নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলাবাহিনী। অবশেষে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা হিসেবে ধরা পড়লেন তামান্না জেরিন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ