হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সাবেক সেনা কর্মকর্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়নাঘরে ১ বছর ৬ মাস ১৪ দিন গুম করে রাখার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ করেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়। 

ট্রাইব্যুনালের অভিযোগ দায়েরের পর হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি দুবার গুম হয়েছিলাম। প্রথমবার চাকরিতে থাকাবস্থায়। দ্বিতীয়বার গুম হই ২০১৮ সালের ৮ আগস্ট। আমার ভারতবিরোধী মনোভাব ছিল। ২০০৮ সালে আমাকে বলা হয় “র”–এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সঙ্গে কাজ করার জন্য। আমি অনীহা প্রকাশ করি। ভারতকে আমি শত্রু মনে করি। এটাই আমার দেশপ্রেম। রাউজনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর অনৈতিক প্রস্তাবে আমি রাজি হইনি। এই দুটোই ছিল আমাকে গুম করার মূল কারণ।’ 

আয়নাঘরে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘ওখানে অনেকে মারা গেছে গরমে, ভয়ে ও আতঙ্কে। প্রতিদিন ওখানে চিৎকার হয়েছে, কান্নাকাটি হয়েছে। আমাকে জঙ্গি তকমাও দেওয়া হয়েছে। জঙ্গি সেলে রেখে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আমি এসেছি ন্যায়বিচারের জন্য, ক্ষতিপূরণের জন্য।’ গত জুলাই মাসে ডিজিএফআইয়ের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা আন্দোলনে হতাহতদের জন্য ব্যয় করার অনুরোধ জানান তিনি।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা