হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক মজবুত আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিপক্ষীয় কিছু সমস্যা থাকার পরও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক মজবুত আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিজয়ী বাংলার স্বর্ণজয়ন্তী উদ্‌যাপন পরিষদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘দ্বিপক্ষীয় যেসব সমস্যা আছে, সেগুলোর অনেকগুলোরই সমাধান হয়েছে। তবে পানি বণ্টনসহ এখনো অনেক সমস্যা আছে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান হয়ে যাবে। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কও মজবুত আছে।’

পশ্চিমবঙ্গের কবি ও মুক্তিযুদ্ধে অবদান রাখা বিশ্বনাথ লাহা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বালুরহাট থেকে অনেকেই সেদিন পালিয়ে গিয়েছিল। অনেক চড়াই-উতরাই পেরোনোর পর ১২ ডিসেম্বর কিন্তু আমরা জেনে গিয়েছিলাম, আমরা জিতে যাচ্ছি। এ জন্য আমরা ১২ ডিসেম্বরকে ভুলতে পারি না। যদিও আপনারা ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করেন। এই বাংলাদেশে এবার এসে মনে হচ্ছে যেন এক অচেনা বাংলাদেশে এসেছি। এখনকার বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির চেয়ারম্যান মো. রশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল হক, ব্যারিস্টার আমীরুল ইসলাম খান, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সাংসদ মৃণাল কান্তি দাস, পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মেহেদি হাসান, ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি, সাংবাদিক ড. মানস ব্যানার্জি প্রমুখ।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে