হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়। 

শ্রমিকেরা জানান, স্থানীয় ইথিক্যাল গার্মেন্টসের শ্রমিকদের গত এপ্রিল মাসের বকেয়া বেতন ১০ মে পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধে ব্যর্থ হয়ে ১৫ মে বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নেন। পরবর্তী নির্ধারিত ১৫ মে আবারও বেতন পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। 

এ সময় শ্রমিকেরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ মে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তখন ২১ মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করা হয়। আজও বেতন পরিশোধ না করে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এ বিষয়ে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বেতনের বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি। 

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের চেষ্টা করছিলেন শ্রমিকেরা। অবরোধের কিছুক্ষণের মধ্যেই তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট