বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়।
শ্রমিকেরা জানান, স্থানীয় ইথিক্যাল গার্মেন্টসের শ্রমিকদের গত এপ্রিল মাসের বকেয়া বেতন ১০ মে পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধে ব্যর্থ হয়ে ১৫ মে বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নেন। পরবর্তী নির্ধারিত ১৫ মে আবারও বেতন পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।
এ সময় শ্রমিকেরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ মে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তখন ২১ মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করা হয়। আজও বেতন পরিশোধ না করে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ বিষয়ে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বেতনের বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি।