হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়। 

শ্রমিকেরা জানান, স্থানীয় ইথিক্যাল গার্মেন্টসের শ্রমিকদের গত এপ্রিল মাসের বকেয়া বেতন ১০ মে পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধে ব্যর্থ হয়ে ১৫ মে বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নেন। পরবর্তী নির্ধারিত ১৫ মে আবারও বেতন পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। 

এ সময় শ্রমিকেরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ মে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তখন ২১ মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করা হয়। আজও বেতন পরিশোধ না করে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এ বিষয়ে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বেতনের বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি। 

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের চেষ্টা করছিলেন শ্রমিকেরা। অবরোধের কিছুক্ষণের মধ্যেই তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন