হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাকাতির সরঞ্জামসহ পাঁচ ডাকাত সহস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই ডাকাত দল অনেক দিন হলো ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় রাতে সাধারণ যানবাহন ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময় ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করেছে বলে অভিযোগ পায় র‍্যাব-৪। 

গ্রেপ্তাররা হলেন-রাসেল মিয়া (২৩), আইয়ুব আলী (২৩), সুমন মিয়া (২৭), আবু হানিফ মিয়া (৪০) ও সুমন (৩৫)।

গতকাল রোববার রাতে র‍্যাব-৪ এর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।   

শনিবার রাত সাড়ে ১০টায় সাভার থানার বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনিয় সিটির কাশ বনের মাঝে টিনের ছাপড়া ঘরে ডাকাত গ্রুপের একটি বৈঠকের সংবাদ পায় র‍্যাব-৪। তাৎক্ষণিকভাবে র‍্যাব-৪ এর একটি চৌকস দল ভোর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে এই কাজ করে আসছে। 

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ উন্নত মানের পাইপগান, দুটি দেশীয় পাইপ গান, এক রাউন্ড শটগানের কার্তুজ, দুটি বড় রামদা, তিনটি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, একটি কাঁচি, একটি লোহার পাইপ, চারটি লোহার রড ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সাভার থানায় চারটি মামলা হয়েছে। তার মধ্যে দুটি পুলিশ বাদী। আর দুটির বাদী ভুক্তভোগীরা।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর