হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাকাতির সরঞ্জামসহ পাঁচ ডাকাত সহস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই ডাকাত দল অনেক দিন হলো ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় রাতে সাধারণ যানবাহন ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময় ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করেছে বলে অভিযোগ পায় র‍্যাব-৪। 

গ্রেপ্তাররা হলেন-রাসেল মিয়া (২৩), আইয়ুব আলী (২৩), সুমন মিয়া (২৭), আবু হানিফ মিয়া (৪০) ও সুমন (৩৫)।

গতকাল রোববার রাতে র‍্যাব-৪ এর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।   

শনিবার রাত সাড়ে ১০টায় সাভার থানার বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনিয় সিটির কাশ বনের মাঝে টিনের ছাপড়া ঘরে ডাকাত গ্রুপের একটি বৈঠকের সংবাদ পায় র‍্যাব-৪। তাৎক্ষণিকভাবে র‍্যাব-৪ এর একটি চৌকস দল ভোর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে এই কাজ করে আসছে। 

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ উন্নত মানের পাইপগান, দুটি দেশীয় পাইপ গান, এক রাউন্ড শটগানের কার্তুজ, দুটি বড় রামদা, তিনটি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, একটি কাঁচি, একটি লোহার পাইপ, চারটি লোহার রড ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সাভার থানায় চারটি মামলা হয়েছে। তার মধ্যে দুটি পুলিশ বাদী। আর দুটির বাদী ভুক্তভোগীরা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন