হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাকাতির সরঞ্জামসহ পাঁচ ডাকাত সহস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই ডাকাত দল অনেক দিন হলো ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় রাতে সাধারণ যানবাহন ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময় ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করেছে বলে অভিযোগ পায় র‍্যাব-৪। 

গ্রেপ্তাররা হলেন-রাসেল মিয়া (২৩), আইয়ুব আলী (২৩), সুমন মিয়া (২৭), আবু হানিফ মিয়া (৪০) ও সুমন (৩৫)।

গতকাল রোববার রাতে র‍্যাব-৪ এর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।   

শনিবার রাত সাড়ে ১০টায় সাভার থানার বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনিয় সিটির কাশ বনের মাঝে টিনের ছাপড়া ঘরে ডাকাত গ্রুপের একটি বৈঠকের সংবাদ পায় র‍্যাব-৪। তাৎক্ষণিকভাবে র‍্যাব-৪ এর একটি চৌকস দল ভোর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে এই কাজ করে আসছে। 

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ উন্নত মানের পাইপগান, দুটি দেশীয় পাইপ গান, এক রাউন্ড শটগানের কার্তুজ, দুটি বড় রামদা, তিনটি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, একটি কাঁচি, একটি লোহার পাইপ, চারটি লোহার রড ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সাভার থানায় চারটি মামলা হয়েছে। তার মধ্যে দুটি পুলিশ বাদী। আর দুটির বাদী ভুক্তভোগীরা।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব