ডাকাতির সরঞ্জামসহ পাঁচ ডাকাত সহস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ডাকাত দল অনেক দিন হলো ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় রাতে সাধারণ যানবাহন ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময় ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করেছে বলে অভিযোগ পায় র্যাব-৪।
গ্রেপ্তাররা হলেন-রাসেল মিয়া (২৩), আইয়ুব আলী (২৩), সুমন মিয়া (২৭), আবু হানিফ মিয়া (৪০) ও সুমন (৩৫)।
গতকাল রোববার রাতে র্যাব-৪ এর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে এই কাজ করে আসছে।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ উন্নত মানের পাইপগান, দুটি দেশীয় পাইপ গান, এক রাউন্ড শটগানের কার্তুজ, দুটি বড় রামদা, তিনটি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, একটি কাঁচি, একটি লোহার পাইপ, চারটি লোহার রড ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাভার থানায় চারটি মামলা হয়েছে। তার মধ্যে দুটি পুলিশ বাদী। আর দুটির বাদী ভুক্তভোগীরা।