হোম > সারা দেশ > ঢাকা

কক্সবাজারে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যার প্রতিবাদে আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছবি: সংগৃহীত

কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকাণ্ড এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির পাশ্ববর্তী সড়ক দ্বীপে (ডাচ) এসে শেষ হয়। বিক্ষোভ শেষে ছাত্রদল নেতারা দেশজুড়ে চলমান সহিংসতা ও কক্সবাজারের হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সংস্কার সংস্কার বলে কিছু এনজিওকর্মী গণতন্ত্রপন্থী শক্তির মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচারকে উৎসাহ দিচ্ছে।

তিনি আরও বলেন, কক্সবাজারে বিএনপি নেতার হত্যার ঘটনায় জামায়াতের স্থানীয় নেতার সম্পৃক্ততা উদ্বেগজনক। এর বিরুদ্ধে সরকার ও প্রশাসনের নির্লিপ্ততা প্রমাণ করে, এই ঘটনার পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গোপন সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই রাতে কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জামায়াতে ইসলামির ফাতেরঘোনা ইউনিটের নেতা আব্দুল আল নোমানের নেতৃত্বে হামলার শিকার হন বিএনপির ভারুয়াখালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদার (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৫ জুলাই সকালে তিনি মৃত্যুবরণ করেন।

ছাত্রদল দাবি করেছে, এসব হামলা ও সহিংসতার পেছনে রাষ্ট্রীয় মদদ ও বিচারহীনতার সংস্কৃতি কাজ করছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি