হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শেখ হাসিনা নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন: মমতাজ 

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘অনেক নেতা আমাকে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নৌকা মার্কা নিয়ে আসেন তাহলে আপনার পাশে আছি। যদি কী? নৌকা তো আমার কাছেই। শেখ হাসিনা তো নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন। কারণ, আমি বর্তমানে নৌকার নির্বাচিত সংসদ সদস্য। আমার কোনো কর্মকাণ্ডে যদি শেখ হাসিনা অসন্তুষ্ট হন, তবেই আমার কাছ থেকে নৌকা ছুটে যাবে। তবে সেটা হবে আমার রাজনৈতিক ব্যর্থতা।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বলেন, ‘শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা নিজে নারী, তাই নারীরা পেছনে পড়ে থাকুক তা তিনি চান না। কারণ, নারীরা কখনো দুর্নীতিবাজ হয় না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেবেন।’ 

পুটাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমূল্য সরকার সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি মথুরনার্থ সরকার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, বেতিলা-মিতরা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন গিনিসহ অনেকে।

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ