হোম > সারা দেশ > ঢাকা

জাবি কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই ঘণ্টায় শেষ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তাদের চার দফা দাবি বাস্তবায়নের জন্য ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি দুই ঘণ্টায় শেষ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে এই কর্মসূচি পালন করে অফিসার্স সমিতি। 

বিক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা পর্যন্ত তাঁদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

কর্মকর্তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ৯ মার্চের সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল করতে হবে; কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটি পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠিত কমিটিতে অফিসার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করতে হবে; ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম কামরুজ্জামানকে অবিলম্বে রেজিস্ট্রার অফিস থেকে অন্যত্র বদলি করতে হবে এবং ভারপ্রাপ্ত সব অফিসপ্রধানকে স্থায়ী করতে হবে।

অফিসার্স সমিতির সভাপতি আজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজকের অবস্থান কর্মসূচি স্থগিত করেছি। উপাচার্য স্যারের সঙ্গে কথা হয়েছে। সামনে সিন্ডিকেট সভায় আমাদের তিনটি দাবি মেনে নিতে হবে। তবে একটি দাবি মানতে সিন্ডিকেট সভার প্রয়োজনীয়তা নেই। সেটা হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানের অন্যত্র বদলি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা ভাবার সুযোগ নেই যে, আজ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে সবকিছু শেষ হয়ে গেছে।’

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের