হোম > সারা দেশ > ঢাকা

৪০ বোতল বিদেশি মদসহ ভারতীয় দুই নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হোটেল রেডিসন এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন—অমিত কুমার সাউ ও মো. আসফাক। 

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান বলেন, কয়েকজন ব্যক্তি বিদেশি মদসহ হোটেল রেডিসন এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ৪০ বোতল বিদেশি মদসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় অমিতের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আসফাকের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারেরা ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতা থেকে মদ সংগ্রহ করে ট্রেনে করে বাংলাদেশে এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাঁরা বিদেশি মদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট