হোম > সারা দেশ > ঢাকা

বনানী থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।

রাসেল সারোয়ার বলেন, ‘সোমবার সকালে খবর পেয়ে দুর্জয় শীল নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেনাবাহিনীর কর্পোরাল বলে জানতে পেরেছি। তাঁর গলায় দড়ি প্যাঁচানো ছিল। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

‎‎তিনি বলেন, ‘কীভাবে মারা গেলেন প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তির ঝুলন্ত দেহের ছবি ছড়িয়ে পড়ে। একাধিক পোস্টে বলা হয়, দুর্জয় শীল রোববার রাতে ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আর্মি স্টেডিয়াম এলাকার গার্ড কমান্ডার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলেন। বনানী আর্মি স্টেডিয়ামের গার্ড রুমে সোমবার আনুমানিক সকাল ৬টা দিকে মামুন নামের এক সৈনিক দেখেন কর্পোরাল দুর্জয় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।

‎‎তবে এই বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি।

আরও খবর পড়ুন:

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে