হোম > সারা দেশ > রাজবাড়ী

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত ৬ বাংলাদেশির দুজন পাংশার বাসিন্দা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় লিবিয়ার দারনা শহরে ছয়জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

এ ছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা রয়েছে বলে ওই পোস্টটিতে জানা গেছে। ওই পোস্টে জানানো হয়, নিহত ছয়জনের মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। 

তাঁরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের দুলাল খানের ছেলে সুজন খান (২৩) এবং একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের আরশেদ মণ্ডলের ছেলে শাহিন রেজা (৪০)। অপর দুজন হলেন নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব।

পাংশা উপজেলার শাহিনের বাবা আরশেদ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক কষ্টে অর্থ জোগাড় করে ১০ মাস আগে শাহিনকে লিবিয়ায় পাঠিয়েছিলাম। শাহিন লিবিয়ায় যাওয়ার পর থেকে সবকিছু ভালোই চলছিল। হঠাৎ ঘূর্ণিঝড়ে শাহিনের মৃত্যুর সংবাদ পেয়ে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। শুনেছি শাহিনের মরদেহ লিবিয়াতেই দাফন করা হয়েছে।’

 এ দিকে সুজনের বড় ভাই জুবায়ের খান বলেন, ‘সুজন অনেক কম বয়সে, ২০১৯ সালে লিবিয়ায় যায়। সুজনের ওপরই ছিল সংসারের দায়িত্ব। গতকাল হঠাৎ খবর পেলাম, সুজন লিবিয়ায় মারা গেছে। তার লাশ কী অবস্থায় আছে জানি না। তবে লিবিয়ায় থাকা আমাদের মামাতো ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি, সুজনের মরদেহ নাকি সেখানে দাফন করা হয়ে গেছে।’

আরও পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন