হোম > সারা দেশ > টাঙ্গাইল

প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সখীপুর প্রেসক্লাবের মানববন্ধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গণমাধ্যমকর্মীরা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। একই সঙ্গে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তাঁরা। 

আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

সখীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে বারবার মামলা করে গণমাধ্যমকর্মীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, একই পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহাবুব আলমসহ অনেক সাংবাদিকের নামে এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।’

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন যেকোনো মূল্যে বাতিল করতে হবে। এই আইনের মাধ্যমে মূলত সাংবাদিকদেরই নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। 

সখীপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সহসভাপতি মতিউর রহমান, তাইবুর রহমান, যুগান্তর প্রতিনিধি মাসুদ রানা, সাংবাদিক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল