হোম > সারা দেশ > ঢাকা

কিশোরী ধর্ষণের ঘটনায় বিজিবি সদস্যকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিজিবি সদস্য আক্তারুজ্জামানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। একই সঙ্গে আক্তারুজ্জামানকে অব্যাহতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।

আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি সাহেদ নুর উদ্দীনের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে কিশোরীর পক্ষে শুনানি করেন লিগ্যাল এইডের আইনজীবী বদরুন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

বদরুন নাহার বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত রয়েছে। তারপরও ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। হাইকোর্ট বিষয়টি দেখে বিচারিক আদালতের আদেশ স্থগিত করেছেন। আর বিচারিক আদালতের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে কিশোরীর মা নারাজি আবেদন করেছিলেন। যা খারিজ হয়। এখন নারাজী এবং অব্যাহতির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে।

গত ১৫ জুন নীলফামারী থেকে এক কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে হাইকোর্টে আসে ধর্ষণের বিচার চাইতে। আদালতের কার্যক্রম শুরুর কিছুক্ষণের মধ্যেই কিশোরী হঠাৎ করে সরাসরি এজলাসের ডায়াসের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে সে নিজের আরজি জানায় এই বলে, ‘আমরা গরিব মানুষ। টাকা পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, আমি বিচার চাই।’

পরে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন?’ তখন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বদরুন নাহার উঠে দাঁড়ান। তাঁকে ওই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং জরুরি ভিত্তিতে দেখতে বলেন হাইকোর্ট।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন