রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে আলাউদ্দিন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত আলাউদ্দিন নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামের মাহবুব হোসেনের ছেলে। দুই ভাই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
আলাউদ্দিনের সহকর্মী ও মামাতো ভাই রাশেদুল ইসলাম জানান, তাঁরা গ্রাম থেকে আজই ঢাকায় এসেছিলেন। ফায়দাবাদে ১০ তলা ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন তাঁরা। দুপুরে খাবার শেষে তাঁরা ৪ জন ৫ম তলার বাইরের পাশে মাচানে দাঁড়িয়ে দেয়াল আস্তরের কাজ করছিলেন। সেখান থেকেই পা পিছলে নিচে পড়ে যায় আলাউদ্দিন। পরে ভবনের নিচ থেকে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’