হোম > সারা দেশ > টাঙ্গাইল

ওরা যদি ভোট ডাকাতি না করত গামছার জন্ম হতো না: কাদের সিদ্দিকী 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘১৯৯৯ সালের উপনির্বাচনে ওরা (আওয়ামী লীগ) যদি ভোট চুরি না করত, ভোট ডাকাতি না করত, তাহলে গামছার দলের জন্ম হতো না–কৃষক শ্রমিক জনতা লীগ গঠন হতো না।’

আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরের হাতীবান্ধা ইউনিয়নে কাশেম বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। আগামী ৫ জুন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সানোয়ার হোসেন সজীবের সমর্থনে এ পথসভার আয়োজন করা হয়।

কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, ‘আমি যতবার মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর মাজারে গিয়েছি, ততবার এই গামছা দিয়ে তাঁদের মাজার মুছে দিয়েছি, পরিষ্কার করেছি। তাই এই গামছার চেয়ে আমার কাছে প্রিয় কোনো জিনিস নাই। আমার কাছে আমার মা–মাটি যেমন প্রিয়, তেমনি গামছাও খুব প্রিয়।’

ভোটারদের উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আগামী ৫ জুন উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের নিজস্ব প্রতীকে ভোট দেবেন। এই গামছা মার্কা সৃষ্টি করেছেন সখীপুর ও বাসাইলের মানুষ। এই নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ একমাত্র জাতীয় প্রতীক ‘গামছা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই আপনারা আপনাদের প্রতীকে ভোট দিয়ে একজন পাহারাদার নির্বাচন করুন।’

পথসভায় আরও বক্তব্য দেন– কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, কৃষক শ্রমিক জনতা লীগের হাতীবান্ধা ইউনিয়ন কমিটির সভাপতি বিধূ ভূষণ সরকার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, আবু রায়হান প্রমুখ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির