হোম > সারা দেশ > ঢাকা

বিমানের প্রশ্নপত্র ফাঁস: পরীক্ষা স্থগিত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিয়োগপ্রার্থীরা। প্রশ্ন ফাঁসের ঘটনায় পাঁচজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৩টায় উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিনা নোটিশে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। এর প্রতিবাদে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরে বিকেল সোয়া ৩টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নিয়োগপ্রার্থীরা। এতে প্রায় কয়েক শ নিয়োগপ্রার্থী অংশ নেন। আবার কিছু নিয়োগপ্রার্থী পরীক্ষা কেন্দ্রের সামনেই আন্দোলন করেন। 

আন্দোলনকালে নিয়োগপ্রার্থীরা বিমানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। তারা ‘দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও’, ‘সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়ম মানি না, মানব না’, ‘বিমানের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। 

আন্দোলনরত পরীক্ষার্থীরা আজকের পত্রিকাকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ জন ড্রাইভারসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল আজ বেলা ৩টায়। এসব পরীক্ষার মধ্যে জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদের পরীক্ষা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আমরা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিলাম। কিন্তু পরীক্ষা শুরুর প্রায় আধা ঘণ্টা আগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।’ 

আন্দোলনরত নিয়োগপ্রার্থীরা আজকের পত্রিকাকে বলেন, ‘বিনা নোটিশে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। যে কারণে আমরা নিয়োগপ্রার্থীরা প্রথমে নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলন শুরু করি। পরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছি।’ 

তাদের অনেকেই বলেন, ‘আমরা অনেকেই ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে গতকাল বৃহস্পতিবার রাতে এসেছি। তারপর হোটেলে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছিলাম। কিন্তু বিমান কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরীক্ষা না দিয়েই আবার গ্রামে চলে যেতে হবে। আবার কবে পরীক্ষার তারিখ দেবে, তখন আসতে হবে। এতে আমাদের অনেক আর্থিক, মানসিক এবং শারীরিক ক্ষতি হয়েছে।’ 

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং একাধিক গোয়েন্দা সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ জন ড্রাইভারসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ বিষয়ে ডিএমপির আজমপুর পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কাজী মিজান আজকের পত্রিকাকে বলেন, হঠাৎ করে বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নিয়োগপ্রার্থীরা ঢাকায় প্রবেশগামী মহাসড়কের আজমপুরে অবরোধ করেছিল। যার কারণে প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। 

কাজী মিজান বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে মহাসড়কে গাড়ির তেমন চাপ ছিল না। ফলে অবরোধের কারণে বেশি একটা যানজটের সৃষ্টি হয়নি। 

ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যার কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। প্রতিবাদে পরীক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কয়েকজনকে ডিবি-পুলিশ আটক করেছে।’ 

প্রশ্নফাঁস প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগ পরীক্ষাটি একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে স্থগিত করা হয়েছে। এখনো গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করেছে। পরে আমরা বলতে পারব।’ 

মো. যাহিদ হোসেন বলেন, ‘পরবর্তীতে পরীক্ষার সময়সূচি আমাদের ওয়েব সাইটে এবং মোবাইলে ম্যাসেজের মাধ্যমে নিয়োগপ্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।’ 

পাঁচজন আটকের বিষয়ে জানতে চাইলে যাহিদ হোসেন বলেন, ‘সেটা গোয়েন্দা সংস্থা করতেই পারে। তবে এখনো আমরা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাইনি। তারা তদন্ত করবে, আমাদের কোন অসুবিধা নেই। আমাদের কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ