হোম > সারা দেশ > ঢাকা

ঈদের ছুটিতে হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটিতে রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। নাগরিক কোলাহল ও কর্মব্যস্ত জীবন থেকে একটু প্রশান্তি পেতে মানুষ ঘুরতে বের হয়েছেন। কেউ সপরিবারে, কেউ বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসেছেন। অন্যান্য দিনের তুলনায় আজ রোববার ঈদের দিনে হাতিরঝিলে দর্শনার্থীর সংখ্যা বেশি। হাতিরঝিলের চারপাশের সড়কে খুব একটা গাড়ির চাপ নেই। ফলে মানুষজন স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন। 

হাতিরঝিল এলাকা ঘুরে দেখা যায়, কেউ বসে গল্প করছেন। কেউ তুলছেন ছবি। কেউ আবার মেতেছেন আড্ডায়। চারদিকে ছুটির আমেজ। অনেকে সন্তানকে নিয়ে এসেছেন হাতিরঝিল লেকে। বোট চালিয়ে তারা আনন্দে সময় কাটাচ্ছেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় বাঁশির বিমোহিত সুর বাজছে। যা অনেক দর্শনার্থী শুনে আনন্দ পাচ্ছেন। তাছাড়া বাচ্চারা নানা ধরনের খেলনা বেলুন নিয়ে মজা করছে। সব মিলিয়ে ঈদের ছুটিতে একটি উৎসবের আমেজ বিরাজ করছে হাতিরঝিলে। আগামীকাল হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এখানকার বিভিন্ন দোকানিরা।

জাবির আল আহসান ঈদের পর্যাপ্ত ছুটি না পাওয়ায় গ্রামের বাড়ি গাইবান্ধায় যাননি। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় ঈদ করছেন। আজ ঈদের দিন তিনি পরিবার নিয়ে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি বেসরকারি একটি হাসপাতালে কাজ করি। আজ ঈদের দিন ছুটি পেয়েছি। কাল থেকে অফিস করতে হবে। যেহেতু গ্রামে যাওয়া হয়নি তাই পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছি হাতিরঝিলে। হাতিরঝিলে ঘুরতে এসে ভালোই লাগছে তবে পরিবার নিয়ে গ্রামে যেতে পারলে আরও বেশি ভালো লাগত।’ 

ইজাজুল হক নামের এক তরুণ বলেন, ‘আমরা পাঁচ বন্ধু সবাই ঢাকায় থাকি। বন্ধুরা সবাই মিলে একসঙ্গে হয়ে আড্ডা দিচ্ছি। অন্যান্য সময় যানজটসহ নানান কারণে এক জায়গায় হওয়া হয় না। ঈদের ছুটিতে এখন রাস্তাঘাট ফাঁকা তাই খুব সহজেই এখানে আসতে পেরেছি এবং আড্ডা দিচ্ছি।’ 

বাচ্চাদের খেলার জন্য গ্যাস বেলুন বিক্রি করছেন মো. ইমরান হোসেন। স্বল্প আয়ের মানুষ তাই ঈদে গ্রামে যেতে পারেননি তিনি। বাড়তি আয় করার জন্যই গ্যাস বেলুন বিক্রি করছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মাছ, হাতি, পুতুলসহ নানা ধরনের গ্যাস বেলুন বিক্রি করছি। প্রতিটি গ্যাস বেলুন ৫০ টাকা করে। ঈদের প্রথম দিনে বেচাবিক্রি মোটামুটি ভালো। সবাই কোরবানি দিয়েছে আজ খুব একটা মানুষ ঘুরতে আসছে না। কাল আরও বেশি ভিড় বাড়বে তখন বেচা বিক্রিও বাড়বে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট