হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ যানজট 

প্রতিনিধি, রাজবাড়ী

লকডাউন শিথিলের প্রথম দিনেই দৌলতদিয়া ফেরিঘাটে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ যানজট। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সাড়ি। শুধু তাই নয়, দৌলতদিয়া থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক এবং কাভার্ড ভ্যানের প্রায় ৪ কিলোমিটার এলাকায় জুড়ে যানবাহনের সাড়ি রয়েছে। এর মধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। 

চুয়াডাঙ্গা থেকে আসা ট্রাক চালক আলম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ মোড়ে এসেছি। এখনো ঘাট এলাকায় পৌঁছাতে পারি নাই। যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কখন ফেরিতে উঠব সেটা জানি না। 

ফরিদপুর থেকে আসা ট্রাক চালক ইসমাইল হোসেন বলেন, যানজটে খুবই দুর্ভোগে আছি। এখানে খাবারের কোন হোটেল ও দোকান নেই। খেতে যেতে হলে ২ কিলোমিটার দূরে যেতে হবে। এমনকি বাথরুমের ব‍্যবস্থাও নেই। 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ অনেক বেড়েছে। ফলে ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। 

মো. শিহাব উদ্দিন আরও বলেন, এই রুটে ছোটবড় মিলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। তবুও গাড়ির চাপে যানজট দেখা দিয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির