হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় ২ ইউপি সদস্যকে অব্যাহতি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় বায়রা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম ও দেওয়ান তছলিম উদ্দিনকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতিজন কার্ডধারীদের মধ্যে ১০ কেজির পরিবর্তে সাড়ে ৩,৭ ও ৮ কেজি করে চাল বিতরণ করার অভিযোগ উঠেছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাম্মা লাবিবা অর্ণব অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঈদুল ফিতর উপলক্ষে বায়রা ইউনিয়নে ১ হাজার ৫৪০ জন ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকার হতদরিদ্ররা চাল নিতে ইউনিয়ন পরিষদে ভিড় করে। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের কাউকে সাড়ে তিন কেজি, কাউকে ৭ থেকে ৯ কেজি করে চাল দেওয়া হয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পারলে সহকারী কমিশনার (ভূমি) ওই ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় চাল কম দেওয়ার সত্যতা পান ওই কর্মকর্তা। 

অভিযুক্ত ইউপি সদস্য দেওয়ান তছলিম উদ্দিন বলেন, ‘১০ কেজির বালতি সমান করে চাল দিলে ওজন ঠিক থাকে। কয়েক জনকে বালতি ভরে না দেওয়ায় কিছুটা চাল কম হয়। পরে এসিল্যান্ড ও ট্যাগ অফিসার বিষয়টি সমাধান করেছেন।’ 

মোবাইলে যোগাযোগ করা হলে বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বলেন, ‘চাল কম দেওয়ার বিষয়টি সত্য নয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও খাদ্য কর্মকর্তারা পরিষদ পরিদর্শন করেছেন। আমি মোবাইল আর কিছু বলতে চাই না। আপনি আমার অফিসে এসে দেখা করেন।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাম্মা লাবিবা অর্ণব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভিজিএফের চাল কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। দুই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ওই ইউপি সদস্যদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু