হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ ময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ জানান, গতকাল কিশোরগঞ্জ শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন তিনি। সকালে তিনি কর্মস্থল ইটনার উদ্দেশে রওনা করেন। তাঁকে সার্কিট হাউস থেকে গাড়িযোগে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তাঁকে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানের সামনে আসতেই পেছন দিক থেকে কে বা কারা ঢিল ছুড়ে মারে। এতে গাড়ির দুটি গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আজ সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের লতিবাবাদ মোড়ে ও জেলা শহরের জেলাস্মরণী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হরতাল-সমর্থকেরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট