হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ ময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ জানান, গতকাল কিশোরগঞ্জ শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন তিনি। সকালে তিনি কর্মস্থল ইটনার উদ্দেশে রওনা করেন। তাঁকে সার্কিট হাউস থেকে গাড়িযোগে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তাঁকে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানের সামনে আসতেই পেছন দিক থেকে কে বা কারা ঢিল ছুড়ে মারে। এতে গাড়ির দুটি গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আজ সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের লতিবাবাদ মোড়ে ও জেলা শহরের জেলাস্মরণী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হরতাল-সমর্থকেরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে