হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকের হঠাৎ ব্রেকে পেছনের পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত চালক

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনানীতে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এর চালক লিটন বাড়ৈ (৪৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন হেলপারসহ দুজন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক লিটনকে রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

লিটনের চাচাতো ভাই মেহেদি বাড়ৈ জানান, তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। লিটনের বাবার নাম পীযূষ বাড়ৈ। বর্তমানে তেজগাঁও স্টেশন রোডে থাকতেন লিটন। পেশায় তিনি পিকআপ ভ্যানের চালক। 

মেহেদী বাড়ৈ আরও জানান, রাতে ময়মনসিংহ থেকে ডিমবোঝাই পিকআপ চালিয়ে ঢাকায় ফিরছিলেন। সঙ্গে হেলপারসহ আরও দুজন ছিলেন। পথে রাজধানীর বনানীর মেইন রোডে এলে সামনের দিকে চলন্ত অবস্থায় একটি ট্রাক হঠাৎ ব্রেক কষে। এ সময় পেছনে থাকা পিকআপ ভ্যানটি ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে চালক লিটন গুরুতর আহত হন। এবং তাঁর পাশে থাকা হেলপারসহ দুজন সামান্য আহত হন। রাতেই তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে লিটনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহত দুজন জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক