হোম > সারা দেশ > টাঙ্গাইল

চুলার আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামে অগ্নিদগ্ধ হয়ে হাসিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চুলার পাশে আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। 

গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান। 

ঘাটাইল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়, হাসিনার স্বামী আব্দুল বারেক পেশায় একজন পান ব্যবসায়ী। হাসিনা চার সন্তানের মা। তাঁদের ছোট সন্তানের বয়স মাত্র এক মাস। 

হাসিনার বড় মেয়ে ফারিহা মাহবুবা বর্ষা বলেন, ‘সোমবার সন্ধ্যায় চুলায় ভাত রান্না করার পর চুলার পাশেই দাঁড়িয়ে মা আগুন পোহাচ্ছিলেন। বাবা এ সময় ব্যবসায়িক কাজে ঘরের বাইরে ছিলেন। আগুন পোহানোর একপর্যায়ে মায়ের গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ অবস্থায় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর অগ্নিদগ্ধ মাকে উদ্ধার করে প্রতিবেশীরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’ 

এ বিষয়ে প্রতিবেশী জুলহাস মিয়া জানান, কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই হাসিনা আক্তারকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির