হোম > সারা দেশ > টাঙ্গাইল

চুলার আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামে অগ্নিদগ্ধ হয়ে হাসিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চুলার পাশে আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। 

গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান। 

ঘাটাইল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়, হাসিনার স্বামী আব্দুল বারেক পেশায় একজন পান ব্যবসায়ী। হাসিনা চার সন্তানের মা। তাঁদের ছোট সন্তানের বয়স মাত্র এক মাস। 

হাসিনার বড় মেয়ে ফারিহা মাহবুবা বর্ষা বলেন, ‘সোমবার সন্ধ্যায় চুলায় ভাত রান্না করার পর চুলার পাশেই দাঁড়িয়ে মা আগুন পোহাচ্ছিলেন। বাবা এ সময় ব্যবসায়িক কাজে ঘরের বাইরে ছিলেন। আগুন পোহানোর একপর্যায়ে মায়ের গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ অবস্থায় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর অগ্নিদগ্ধ মাকে উদ্ধার করে প্রতিবেশীরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’ 

এ বিষয়ে প্রতিবেশী জুলহাস মিয়া জানান, কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই হাসিনা আক্তারকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট