হোম > সারা দেশ > টাঙ্গাইল

চুলার আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামে অগ্নিদগ্ধ হয়ে হাসিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চুলার পাশে আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। 

গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান। 

ঘাটাইল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়, হাসিনার স্বামী আব্দুল বারেক পেশায় একজন পান ব্যবসায়ী। হাসিনা চার সন্তানের মা। তাঁদের ছোট সন্তানের বয়স মাত্র এক মাস। 

হাসিনার বড় মেয়ে ফারিহা মাহবুবা বর্ষা বলেন, ‘সোমবার সন্ধ্যায় চুলায় ভাত রান্না করার পর চুলার পাশেই দাঁড়িয়ে মা আগুন পোহাচ্ছিলেন। বাবা এ সময় ব্যবসায়িক কাজে ঘরের বাইরে ছিলেন। আগুন পোহানোর একপর্যায়ে মায়ের গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ অবস্থায় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর অগ্নিদগ্ধ মাকে উদ্ধার করে প্রতিবেশীরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’ 

এ বিষয়ে প্রতিবেশী জুলহাস মিয়া জানান, কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই হাসিনা আক্তারকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা