হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে বিলে পড়ে ছিল প্রবাসীর রক্তাক্ত লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমান (৪৫) নামের এক সৌদিপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ির শুকনো বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নের চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। 

বালুচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য ওয়াসিম আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছেন। জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন। পরে আব্দুল্লাহপুর বাজারে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। সকালে খবর পেয়ে তাঁর রক্তাক্ত লাশ দেখে পুলিশকে জানাই। তাঁর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি