হোম > সারা দেশ > ঢাকা

আরেক হত্যা মামলায় শাহরিয়ার কবির ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আরেকটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

সকালে কারাগার থেকে শাহরিয়ারকে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহবুবুল ইসলাম সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর শাহরিয়ারকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৮ আগস্ট রফিকুল ইসলামের স্ত্রী নাজিয়া আক্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৯৫ জনকে আসামি করা হয়।

গত ১৮ জুলাই রাত ৯টার সময় যাত্রাবাড়ীর মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রমনা মডেল থানায় দায়ের করার লিজা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে